Tuesday, August 18, 2015

বাংলা ১ম পত্র : জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ৩

Posted by Em. Sofiqur Rahman  |  at  9:20 AM

বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
পড়ে পাওয়া

1। টিনের বাক্স হাতে নিয়ে লেখক এবং বাদল কোথায় বসে পড়ল?
ক. তেঁতুলতলায় খ. আমতলায়
গ. জামতলায় ঘ. কাঁঠালতলায়
2। ‘ইছামতী’ কোন শ্রেণির রচনা?
ক. উপন্যাস খ. আত্মজীবনীমূলক
গ. নাটক ঘ. গল্প
3. গ্রামের ভাদুই কুমার কীসের মজুরি চাইতে এসেছে?
ক. কুয়ো কাটার খ. খাল কাটার
গ. পুকুর কাটার ঘ. চাল ছাওয়ার।
তৈলচিত্রের ভূত
4। তৈলচিত্রের ভূত গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক. ভারতী খ. বঙ্গদর্শন গ. মৌচাক ঘ. সাধনা
5। নগেনের মামা কত বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করেনি?
ক. ২৭ বছর খ. ৩০ বছর
গ. ৩১ বছর ঘ. ৩২ বছর
6। ‘তৈলচিত্রের ভূত’ মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন জাতীয় রচনা?
ক. ছোটগল্প খ. রচনা গ. নাটক ঘ. প্রবন্ধ
7। পরাশর ডাক্তার ভূতকে বিশ্বাস করলেন না। কারণ, তিনি ছিলেন—
ক. যুক্তিবাদী খ. ডাক্তার
গ. ভূত বিশেষজ্ঞ ঘ. সমাজসেবক
8। নগেন তৈলচিত্রকে প্রেতাত্মা মনে করার কারণ—
ক. অন্ধকারে স্পর্শ খ. আলোতে স্পর্শ
গ. জ্ঞানের অপ্রতুলতা ঘ. প্রাচীন ধ্যানধারণা
9। ভয়ের বস্তুর প্রতি মানুষের কী কারণে আকর্ষণ হয়?
i. অজানা আশঙ্কা ii. কৌতূহল iii. সহজাত প্রবৃত্তি
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
10। ‘তৈলচিত্রের ভূত’ গল্পের মূল বিষয় কী?
ক. কুসংস্কার থেকে মানুষকে সচেতন করা
খ. সাহসিকতা প্রদর্শন গ. ভালোবাসা ঘ. শ্রদ্ধা
11। ‘দিনরাত কেবল এই কথাই ভাবি।’ এখানে ‘দিনরাত’ যে অর্থে ব্যবহূত হয়েছে—
ক. দিন ও রাত খ. দিনের পর রাত
গ. রাতের পর দিন ঘ. সব সময়
12। নগেনকে ‘গর্দভ’ বলার কারণ কী?
ক. শিক্ষার অভাবে খ. নির্বুদ্ধিতার
গ. অজ্ঞতায় ঘ. অজানায়
13। মাঝে রাত্রিতে পরাশর ডাক্তার অস্বস্তিতে ছিলেন কেন?
ক. ভূতের ভয়ের কারণে
খ. অজানাকে জানার কৌতূহলের কারণে
গ. মানসিক সমস্যার কারণে
ঘ. ডাক্তারিতে ভুল করার কারণে।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
14। ‘ছয় দফা’ ঘোষণা করা হয় কত সালে?
ক. ১৯৬২ খ. ১৯৬৪ গ. ১৯৬৬ ঘ. ১৯৬৯
15। বঙ্গবন্ধু কী উইথড্র করার দাবি জানান?
ক. মার্শাল আর্ট খ. মার্শাল ল
গ. মার্শাল জুডো ঘ. মার্শাল ফিল্ম
16। ৭ই মার্চের ভাষণটি কত মিনিটের ভাষণ ছিল?
ক. ১২ খ. ১৩ গ. ১৮ ঘ. ৩০
17। ‘আজ বাংলার মানুষ মুক্তি চায়’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. কারাগার থেকে মুক্তি
খ. ঘরের বন্দিদশা থেকে মুক্তি
গ. শোষণ-নির্যাতন থেকে মুক্তি
ঘ. কাজের দায়িত্ব থেকে মুক্তি।

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ১ম পত্র: সঠিক উত্তর
1.ক  2. ক 3. ক 4. গ 5 গ 6. ক  7. ক 8. গ  9. খ  10. ক  11. ঘ  12. খ  13. খ  14. গ  15. খ 16. গ 17. গ।
শিক্ষক

Tagged as:
About the Author

Write admin description here..

0 comments:

back to top